জুন ১৭, ২০২৩, ০৩:৪৪ পিএম
প্রতিবেশি দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্রের প্রথম ধাপ স্থাপন করা হয়েছে বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমরি পুতিন। রাশিয়ার কোনো অঞ্চল ও রাষ্ট্র হুমকিতে পড়লে এটি ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ফোরামের পরিচালকের করা প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা পুরো পৃথিবীকে কেন হুমকি দেব? আমি আগেই বলেছি যে আমরা এই চরম পদক্ষেপ তখনই নেব যখন রাশিয়া রাষ্ট্রের উপর কোন বিপদ নেমে আসবে।”
রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণে দেশটির সফল হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর নিজস্ব সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছে। শীঘ্রই কেবল পশ্চিমাদের দান করা সরঞ্জাম ব্যবহার করতে হবে কিয়েভ বাহিনীকে।
রুশ প্রেসিডেন্ট বলেন, “আপনারা (ইউক্রেনীয়রা) এইভাবে বেশিদিন যুদ্ধ চালাতে পারবেন না,” পুতিন সতর্ক করে দিয়ে বলেন যদি ইউক্রেনকে কোন এফ-১৬ যুদ্ধ বিমান দেয়া হয় “সেগুলো সব ধ্বংস হবে আর এ নিয়ে কোন সন্দেহ নেই।