ব্রাজিলে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ১২:৪০ এএম

ব্রাজিলে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ লাখ মানুষ

ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। ২০২০ সালের মার্চে দেশটিতে করোনা মহামারি শুরুর পর ব্রাজিলে স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ৬ লাখ ৪২৫ জন ।

সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পর তৃতীয় শীর্ষ দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫২ জনে। মারা গেছেন ৬ লাখ ৪২৫ জন। সেরে উঠেছেন ২ কোটি ছয় লাখ ৬৫ হাজার ২৭৩ জন।

আরও একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশটিতে ৬ বছরে নিচে খাকা অন্তত ১২ হাজার ২১১ জন শিশু তাদের স্বজন হারিয়েছেন করোনার মধ্যে। তাদের অনেকের বাবা, কারও মা, আবার কারও বাবা-মা উভয়ই মারা গেছেন করোনায়।

দেশটিতে করোনায় প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ৪৩৮ জন। চলতি বছরের জুনে করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। এইসময়ে দেশটিতে গড়ে দুই হাজার মানুষ মারা যাচ্ছিলেন।

দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি চললেও ডেল্টা ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জানুয়ারিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ৭১ দশমিক ৮ শতাংশ প্রথম ডোজ নিয়েছেন। পুরোপুরি টিকা নিয়েছেন ৪৫ দশমিক ৬ শতাংশ মানুষ। এক শতাংশের কম নিয়েছেন বুস্টার ডোজ।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে করোনা মহামারি। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি।

Link copied!