ব্রিটেনে অন্যরকম এক স্বাধীনতা দিবস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২১, ০৩:০৩ এএম

ব্রিটেনে অন্যরকম এক স্বাধীনতা দিবস

সোমবার (১৯ জুলাই) ব্রিটেন উদযাপন করছে অন্যরকম এক স্বাধীনতা দিবস। করোনা সংক্রমণ থেকে মুক্তির দিন হিসেবে এই 'ফ্রিডম ডে' নিয়ে চর্চা চলছে দেশটিতে। সোমবার সকাল থেকে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মত সকল বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে দেশটি থেকে।

ব্রিটেনে যখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তখন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে দেশটিতে। এখনও দেশটিতে সর্বাধিক ব্যবহৃত অক্সফোর্ডের টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর কিনা সে বিষয়টি প্রমাণিত না হওয়ায় সমালোচনা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, টিকা দান কার্যক্রম শেষ হওয়ার পরপর চিলিতে যেভাবে লকডাউন খুলে দেওয়া হয়েছিল, ব্রিটেন ঠিক তেমনটি করছে। আর এ ক্ষেত্রে চিলিতে যেভাবে ৭০ ভাগ জনগণকে টিকার আওতায় আনার পরও করোনার প্রাদুর্ভাব বেড়ে যায়, একই ভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে পারে ব্রিটেনে।

অবশ্য কিছুদিন আগেও লন্ডনে লকডাউনের বিরোধিতা করে আন্দোলনে নামা মানুষগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Link copied!