লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে চলছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান। এর আগে, রানির কফিন নিয়ে শোকমিছিল ওয়েস্টমিনস্টার অ্যাবে চলে আসে।সোমবার ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।
রানির কফিন গান ক্যারিজ থেকে তুলে নিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়। ভবনের ভেতরে নিয়ে যাওয়ার পর রানির কফিন উঁচু বেদির সামনে একটি প্লাটফর্মের ওপর রাখা হয়।
শেষকৃত্যানুষ্ঠানে রানির বিয়ের স্তোত্র পাঠ
১৯৪৭ সালে তৎকালীন প্রিন্সেস এলিজাবেথ এবং প্রয়াত প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটেনের বিয়ের অনুষ্ঠানে যে স্তবগান করা হয়েছিল, শেষকৃত্যানুষ্ঠানে সেটি গাওয়া হয়েছে।
গত বছরের এপ্রিলে রানি তাঁর প্রিয় স্বামীকে হারান। তারা ৭০ বছর ধরে বিবাহিত ছিলেন।
এর আগে রানির জন্য ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ব্যারনেস স্কটল্যান্ড।
এর আগে, স্থানীয় সময় সকাল ৮টায় অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। পরে সাড়ে ১০টার দিকে রয়্যাল নেভির গাড়িবহরে রানির মরদেহ সেখানে নেওয়া হয়। এ সময় তার কফিনের পাশে নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি উপস্থিত ছিলেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবে’র একটি সূত্র জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে অতিথিদের উপস্থিতিতে ধর্মীয় বাণী পাঠ করা হবে। পরে রানিকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হবে। বাজানো হবে জাতীয় সংগীত। এরপরে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে।
বিকেল ৩টার দিকে রানির মরদেহ উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে রানিকে সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে। সন্ধ্যায় রানির স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
প্রসঙ্গত, ছুটি কাটানোর সময় গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে রানীর বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে অভিষেক হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। তাঁর মৃত্যুর পর বড় ছেলে চার্লস ব্রিটেনের রাজা হন।