মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। সফরে তিনি ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেবেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন চার দেশের শীর্ষ নেতা। তবে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে খাদ্য নিরাপত্তার বিষয়টি। জলবায়ুর সংকটের কারণে বৈশ্বিক খাদ্য উৎপাদন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যসংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরিয়ে নেওয়া না যায়, তাহলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। এই দুর্ভিক্ষ বছরের পর বছর ধরে চলতে পারে। খাদ্যসংকটের জন্য পশ্চিমাদের দায়ী করে রাশিয়া বলেছে, মস্কোকে বিচ্ছিন্ন করতে জি-৭ জোটের দেশগুলোর প্রচেষ্টা বিশ্বব্যাপী খাদ্যসংকট বাড়িয়ে দিয়েছে।