ভারত থেকে বাদ জম্মু-কাশ্মীর ও লাদাখ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ১০:৪০ এএম

ভারত থেকে বাদ জম্মু-কাশ্মীর ও লাদাখ

করোনা বিষয়ক তথ্য সংক্রান্ত মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা স্বতন্ত্র অঞ্চল হিসেবে দেখিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সম্প্রতি ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে এ সংক্রান্ত ইঙ্গিত দেয়া হয়েছে।

গত বছর শুরুর দিয়ে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও সম্প্রতি তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেনের অভিযোগের পর আবারো আলোচনায় সেই মানচিত্র।

ভারতকে অনেকটা নীল ধরনের রঙে চিহ্নিত করা হলেও, জম্মু-কাশ্মীর ও লাদাখকে চিহ্নিত করা হয়েছে ধূসর রঙে। আকসাই চীনকেও ধূসর ও নীল রঙে চিহ্নিত করা হয়েছে। এর আগে, টুইটারে জম্মু-কাশ্মীরকে আলাদা অঞ্চল হিসেবে তুলে ধরা হয়।

তৃণমূল সাংসদ ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শান্তনু সেন অভিযোগ তুলেছেন, মানচিত্রে জম্মু-কাশ্মীরকে পাকিস্তান এবং চীনের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি অরুণাচল প্রদেশকেও আলাদাভাবে দেখানো হয়েছে বলে দাবী করেন তিনি।

শান্তনু বলেন, “ভারত থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে ভারতেরই অঙ্গরাজ্যকে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। মোদি সরকারের উচিত বিষয়টি নিয়ে অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলা।”

Link copied!