ভারতে ওমিক্রনের থাবা বাড়ছে, মহারাষ্ট্রে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২১, ০৬:১২ পিএম

ভারতে ওমিক্রনের থাবা বাড়ছে, মহারাষ্ট্রে ১৪৪ ধারা

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতেও এই নতুন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।

শনিবার (৯ ডিসেম্বর) গত ২৪ ঘন্টায় ওমিক্রনে আক্রান্ত হিসেবে ৩ জন শনাক্ত হয়েছেন।এনিয়ে দেশটিতে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩২। তার মধ্যে অন্যতম প্রদেশ মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১৭ জন। আক্রান্তের হদিশ মেলায় এবার বড় ধরণের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ।



মুম্বাই পুলিশের উচ্চ পর্যাযের এক কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দু’দিনের জন্য কোনও বড় জমায়েত, মিছিল করা যাবে না। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে ৪৮ ঘণ্টার জন্য। অর্থাৎ রবিবার পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সাড়ে তিন বছরের একটি শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে মুম্বাইয়ের স্বাস্থ্য বিষয়ক দপ্তর। তাঁদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন। রাজ্যের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে মুম্বাইয়ে পাঁচ জনের দেহে এই ভাইরাস মিলেছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

পিটিআইয়ের খবরে আরও বলা হয়,  তানজানিয়া থেকে যে ব্যক্তি মুম্বাইয়ে ফিরেছেন, তাঁর শরীরে ওমিক্রনের মৃদু উপসর্গ ধরা পড়েছে। কোভিডের কোনও টিকাই নেওয়া ছিল না তার। তবে ব্রিটেন থেকে ফেরা ব্যক্তির  দুটি টিকাই নেওয়া ছিল।

পিটিআই আরও জানায়, ওমিক্রনের কোনও উপসর্গ ধরা পড়েনি ওই ব্যক্তির শরীরে। মুম্বইয়ে যে সাত জনের দেহে ওমিক্রনের উপসর্গ মিলেছে, তাদের মধ্যে চারজনের দু’টি টিকা নেওয়া ছিল। তাদের কোনো উপসর্গ ধরা পড়েনি। অপরদিকে, অন্য  তিনজনের দেহে মৃদু উপসর্গ ধরা পড়েছে।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর পর্যন্ত মুম্বাই, পুণে এবং নাগপুর বিমানবন্দর দিয়ে ৬১ হাজার ৪৩৯ জন বিদেশ থেকে মহারাষ্ট্রে প্রবেশ করেছেন। এসব বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে ৯ হাজার ৬৭৮ জন ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে এসেছেন বলে পিটিআইয়ের খবরে বলা হয়।

Link copied!