ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ১১:৫৫ এএম

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও ভয়ানকভাবে বেড়ে গেছে। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাও কমে যাচ্ছে। বেড়ে গেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও। এমতাবস্থায় দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে শনিবার (২৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। ভারতে এই সংখ্যা গত জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ রেকর্ড। এনিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন।

শুক্রবারের (২৭ আগস্ট)  তুলনায় প্রায় দুই হাজারের বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে দেশটিতে ৷ পাশাপাশি দৈনিক মৃত্যুও শনিবার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। ভারতে শনিবার (২৮ আগস্ট) পর্যন্ত করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জন।

দেশটিতে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। শনিবার গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। শনিবার(২৮ আগস্ট) পর্যন্ত দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩২ হাজার ৯৯৮ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম।

এদিকে, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচিতে শুক্রবার (২৭ আগস্ট) ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত। একদিনে ৯০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে গোটা দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এক টুইটার বার্তায় এ তথ্য জানান।

দেশটির করোনা টিকার রেজিস্ট্রেশনের পোর্টাল কোউইন’র সবশেষ তথ্য অনুযায়ি, শুক্রবার (২৭ আগস্ট) সারা দেশে ৯৩ লাখ ৯ হাজার ৫১৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট বার্তায় বলেন,'ঐতিহাসিক। ভারতবাসীকে অভিনন্দন। দেশজুড়ে আজ ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। এখনও টিকাদান চলছে।'

 

Link copied!