ভারতে ‘রেল অবরোধ’, শতাধিক আটক

রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৯:০৫ পিএম

ভারতে ‘রেল অবরোধ’, শতাধিক আটক

উত্তর প্রদেশের ৬টি জেলায় বৃহস্পতিবার কিষাণ মোর্চা আয়োজিত চার ঘণ্টার শান্তিপূর্ণ ‘রেল রোকো’ বা রেল অবরোধ কর্মসূচি চলাকালে চিত্রাকূট থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। কৃষকেরা রেললাইনের ওপর বসে রেল চলাচল বিঘ্ন করায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

বেশ কিছু এলাকায় আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে ফুল দিতে দেখা গেছে। অনেক জায়গায় আটকে পড়া রেলযাত্রীদের অবরোধকারী কৃষকেরা খাবার ও পানি সরবরাহ করেন। রেল মন্ত্রণালয় অবশ্য আগে থেকেই দূরপাল্লার অনেক ট্রেন, বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখার কথা জানিয়ে দিয়েছিল। বিভিন্ন রাজ্যে অনেক ট্রেনযাত্রা বাতিলও করা হয়।

ভারতীয় ‘কিষান ইউনিয়ন’-এর নেতা রাকেশ টিকায়েত বলেছেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা কেন্দ্রকে জানিয়ে দিতে চাই, অধিকার আদায় না হওয়া পর্যন্ত দিল্লির সীমান্ত খালি করা হবে না। অবরোধ আন্দোলন চলবে। তিনি আরও জানান, এই আন্দোলন এবার পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হবে।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট

 

Link copied!