ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ মাওবাদী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ১০:০২ পিএম

ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ মাওবাদী নিহত

ভারতের মহারাষ্ট্র প্রদেশের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে ২৬ মাওবাদী গেরিলা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মাওবাদীদের মধ্যে নেতৃস্থানীয় কেউ আছেন কি না তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূ্ত্রে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গোপন সূত্রে এক মাওবাদী নেতার অবস্থান জানতে পেরে শনিবার সকাল থেকেই অভিযান শুরু করে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’। গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় এরপর মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ দুইপক্ষের গোলাগুলি চলে।

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, আমরা এখনও ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি।তল্লাশি অভিযান চলছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে। গুলির লড়াইয়ে অন্তত চার জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে।

মাওবাদী কারা

ভারতে সশস্ত্র মাওবাদী আন্দোলন শুরু হয়েছিলো ষাটের দশকে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রত্যন্ত গ্রাম নকশালবাড়ী থেকে।ওই সময় কেন্দ্রীয় সরকার মাওবাদী বিদ্রোহ দমন করলেও ‘নকশালবাড়ী আন্দোলন‘ ভারতের বামপন্থী রাজনীতিতে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। চার দশকেরও বেশি সময় পরে, সেই নকশালবাড়ী বিদ্রোহ এখন ভারতের বিভিন্ন রাজ্যে সশস্ত্র আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে।

ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় এবং অন্ধ্র প্রদেশে মাওবাদীরা শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। বিহার এবং উত্তর প্রদেশেও তাদের উপস্থিতি রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়।

Link copied!