ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বৃহস্পতিবার ওই রোগীকে শনাক্ত করা হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন।
মন্ত্রী জানান, আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে তিন দিন আগে কেরালায় এসেছেন। তাঁর মাঙ্কিপক্সের উপসর্গ ছিল।
ওই রোগীকে কেরালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, “এটা নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল।”
তবে গত মঙ্গলবার থিরুবনন্তপুরাম বিমানবন্দর হয়ে কেরালায় প্রবেশ করা ওই ব্যক্তি সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই জানাননি।