ভারতে ৪ মাস পর করোনায় শনাক্ত ৩০ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২১, ১১:১৬ এএম

ভারতে ৪ মাস পর করোনায় শনাক্ত ৩০ হাজার

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ভারতে। বর্তমানে মৃত্যুর দিকে বিশ্বের মধ্যে ততৃীয় ও শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় থাকা এই দেশটিতে প্রায় চার মাস পর দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের ঘরে নেমেছে। ১২৫ দিন পর এতটা কম হল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার (২০ জুলাই) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। নতুন করে আক্রান্ত এই সংখ্যা নিয়ে দেশটিতে মোট ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২ জন করোনাভাইরাসে আক্রান্ত  হিসেবে শনাক্ত হলেন।

শনাক্তের সংখ্যার পাশাপাশি করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। মঙ্গলবার (২০ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আত্রান্ত হয়ে ৩৭৪ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) মৃত্যুর সংখ্যা ৫০০ এর নীচে ছিল। গত ৩১ মার্চের পর দেশটিতে এই প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এত কম হল। এনিয়ে পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ৪৮২ জন মারা গেলেন।

ভারতে প্রতিদিন যত লোক নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সু্স্থ হয়ে ওঠায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৬ হাজার ১৩০ জন।

Link copied!