ভারতের ঝুলন্ত সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০২:৩৭ পিএম

ভারতের ঝুলন্ত সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র সবশেষ প্রতিবেদন অনুযায়ি নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওযায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছে। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

রবিবার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।নিহতদের মধ‌্যে ২৫ জনই শিশু। এছাড়া ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। 

প্রতিবেদনে আরও বলা হয়, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়লে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।

অথচ এই মর্মান্তিক পরিণতির ২৪ ঘণ্টা আগেই ওই সেতুতে ধরা পড়েছিল একে বারে অন্য ছবি।কাতারে কাতারে লোক দাঁড়িয়ে ওই ঝুলন্ত সেতুতে। তাঁদের কেউ ছোটাছুটি করছেন, আবার কেউ লাফালাফি করছেন। আর তার জেরে দুলছে সেতুটি। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, শনিবার এই ছবি ধরা পড়েছিল ওই সেতুটিতে। সেখানে সেদিন প্রায় শ’খানেক মানুষের ভিড় ছিল। আর তার ঠিক পরের দিনই এই বিপর্যয় ঘটল।

ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কেউ কেউ সেতুর ভাঙা অংশের রেলিং ধরে ঝুলতে থাকেন। আবার কেউ নদীতে সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা করেন। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, মৃতদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু।

এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট প্রাদেশিক সরকার।

Link copied!