ভারতের প্রথম ভোটার মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ০৯:২৮ এএম

ভারতের প্রথম ভোটার মারা গেছেন

ভারতের ‘প্রথম ভোটার’ খেতাব পাওয়া শ্যাম সরন নেগি মারা গেছেন। গতকাল শনিবার ১০৬ বছর বয়সে তার মৃত্যু হয়। মারা যাওয়ার তিন দিন আগেও এই অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শ্যামশরণ নেগি ১৯১৭ সালের ১ জুলাই হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর ১৯৫১ সালে স্বাধীন ভারতে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। সেই বছরের ২৫ অক্টোবর দেশের প্রথম নাগরিক হিসেবে ভোট দেন নেগি।

সবশেষ চলতি বছরের ১২ নভেম্বর হিমাচল বিধানসভা নির্বাচনেও তিনি ভোট দেন। সেই ভোটটিই তাঁর জীবনের শেষ ভোট হয়ে রইল। ভারতীয় নির্বাচন কমিশন তাঁর জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিল।

আনন্দবাজার জানায়, গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন নেগি। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সময়েও তাঁর শরীর অত্যন্ত খারাপ ছিল। তিনি এক প্রকার শয্যাশায়ী ছিলেন।

Link copied!