ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১২:৪৭ এএম
তুরস্ক ও সিরিয়ায় হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে মানুষের কণ্ঠ। জীবিত উদ্ধারের আশা নিয়ে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তুরস্কের ইস্কেন্দেরুনে আওয়াজ শুনে আরও গতিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
দুটি দেশে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পাঁচদিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে মিলছে জীবিত মানুষ।
তুরস্কে ভূমিকম্পের ১০৪ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কাহরামানমারাসের কিরিখান এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ওই নারীকে বের করে আনে উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার হওয়া ওই নারীর নাম জয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর। বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে জার্মানি থেকে আসা একদল উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি স্ট্রেচারে করে তাকে বের করে নিয়ে আসা হয়।
এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বেয়ার বলেন, ‘এখন আমার বিশ্বাস, অলৌকিক বলে কিছু আছে।’ ওই নারীকে উদ্ধারের পর পুরো এলাকায় যেন খুশির জোয়ার সৃষ্টি হয়। খুশিতে অনেকেই কেঁদে ফেলেন।
এ ঘটনার আগে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের বের করে আনে উদ্ধারকর্মীরা।