মন্টিরে পার্কের রক্ত না শুকাতেই আবারও বন্দুক হামলা ক্যালিফোর্নিয়ায়, নিহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৪:১৭ পিএম

মন্টিরে পার্কের রক্ত না শুকাতেই আবারও বন্দুক হামলা ক্যালিফোর্নিয়ায়, নিহত ৭

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী লস অ্যাঞ্জেলসে বন্দুক হামলায় নিহতদের স্বজনদের আহাজারি শেষ হতে না হতেই রাজ্যটিতে আবারও পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।  

সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরের দুটি পৃথক স্থানে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এতে অন্তত ৭জন নিহত হয়েছেন।


ব্রিটিশ বার্তা সংস্থা্ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সান ফ্রান্সিসকোর দক্ষিণে একটি উপকূলীয় সম্প্রদায়ের এক মাশরুম খামার ও একটি ট্রাকিং ফার্মে সোমবার দুটি গুলির ঘটনায় সাতজন নিহত হয়েছে এবং একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিষয়টি দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজার প্রেসিডেন্ট ডেভ পাইন জানান,  সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে একটি শহর হাফ মুন বে-এর উপকণ্ঠে ফার্মে চারজন এবং ট্রাকিং ব্যবসায় নিয়োজিত তিনজন নিহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সিনেটর জোশ বেকারের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, পৃথক স্থানে গোলাগুলিতে লোকজন নিহত হয়েছে। সান মাতেও কাউন্টির সুপারভাইজার ডেভিড কানেপা এক টুইট বার্তায় বলেন,  একটি মাশরুম খামারে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে।  সান মাতেও কাউন্টি শেরিফের অফিস সোমবার বিকেল ৫টার ঠিক আগে টুইট করে জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে, গত শনিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়। পরে এই সংখ্যা বেড়ে হয় ১১।  ওই ঘটনায় আহত হন আরও ১০ জনের বেশি।

ওইদিন লস অ্যাঞ্জেলসের একাটি বলরুম ড্যান্স ক্লাবে চাইনিজ লুনার নিউ ইয়ারের অনুষ্ঠান চলছিল। ক্যালিফোর্নিয়ার মন্টিরে পার্কে নববর্ষের অনুষ্ঠানেই গুলি চালনার ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে এক বন্দুকধারী গুলি চালালে ১১ জনের মৃত্যু হয়। আহত হয় ১০ জনেরও বেশি।

খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।  তবে গুলি চালনায় অভিযুক্ত বন্দুকধারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিনের লুনার নববর্ষ উদযাপনের জন্য মন্টিরে পার্কে প্রায় হাজার খানেক চিনা নাগরিক ভিড় জমিয়েছিলেন। সবাই যখন উৎসবের মেজাজে তখনই চলতে থাকে বন্দুকধারীর গুলি।

Link copied!