মন্টেনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৯:৫৭ পিএম

মন্টেনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত

ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টেনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও আছেন।

স্থানীয় সময় শুক্রবার রাজধানী পোডগোরিকার কাছের শহর সিটিনজেতে এ হামলার ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন বলে জানা গেছে।

মন্টেনিগ্রিন পুলিশ প্রধান জোরান ব্র্যানিনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে তার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাসকারী একটি পরিবারকে আক্রমণ করে।

ব্রানিন বলেন, “হামলাকারী একটি শিকারী রাইফেল দিয়ে  আট ও ১১ বছর বয়সী দু’টি শিশুকে হত্যা করেন। তাদের সাহায্যে এগিয়ে আসলে শিশুদের মাকেও গুলি করেন ওই হামলাকারী।  এতে তিনিও গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

মন্টেনিগ্রিন পুলিশ প্রধান  আরও বলেন, “তারপর সে রাস্তায় বেরিয়ে যায় এবং একই রাইফেল ব্যবহার করে এই বাসভবনের অন্যান্য বাসিন্দাদের গুলি করে।”

এদিকে, হামলাকারীকে শনাক্ত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৩৪ বছর। হামলায় হতাহতের ঘটনায় মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট মিলো ডুকানোভিচ শুক্রবার এক টুইট বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

Link copied!