মমতাকে অভিনন্দন জানিয়ে মোদির টুইট

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩, ২০২১, ০২:১৭ এএম

মমতাকে অভিনন্দন জানিয়ে মোদির টুইট

অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় নির্বাচনের ফলাফল নিয়ে শেষমেশ মুখ খুললেন মোদী। বাংলায় জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন মোদী। টুইটারে মোদী লিখেছেন, 'মমতাদিদিকে ধন্যবাদ।' সেই সঙ্গে করোনা অতিমারী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারকে সবরকম সাহায্য করবে কেন্দ্র।'

ছবি: টুইটার থেকে।

অন্যদিকে নিজেদের হার স্বীকার করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও অভিনন্দন বার্তা পাটিয়েছেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। এক টুইট বার্তায় রাজনাথ সিং লেখেন, 'পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে অভিনন্দন। তাঁর পরবর্তী শাসনকালের জন্য শুভেচ্ছা।' টুইট করে অভিনন্দন বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

প্রাথমিক গণনা থেকেই স্পষ্ট হয়ে যায় যে ২০০-রও বেশি আসন নিয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এই জয় স্পষ্ট হতেই সর্বভারতীয় নেতৃত্ব অভিনন্দন জানাতে থাকেন মমতাকে। টুইট করে অভিনন্দন জানান অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওাল, শরদ পাওয়াররা।

Link copied!