মসজিদে নববীতে শাহবাজকে ‘চোর’ স্লোগান নিয়ে যা বললেন ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৭:৩১ পিএম

মসজিদে নববীতে শাহবাজকে ‘চোর’ স্লোগান নিয়ে যা বললেন ইমরান খান

সৌদিআরবের মসজিদে নববীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদের উদ্দেশ্য করে ‘চোর’ বলে স্লোগান দেওয়ার বিষয়টিকে ‘জন প্রতিক্রিয়া’ হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের(পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এটা পাকিস্তানের ওইসব রাজনীতিকের পরিণাম বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম  জিও নিউজ জানিয়েছে, ঘটনার কমপক্ষে ২৪ ঘণ্টা পরে এ নিয়ে মুখ খুলেছেন ইমরান খান। ওই ঘটনায় কমপক্ষে ৫ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা সবাই ইমরান খানের দল পিটিআইয়ের নেতাকর্মী বলে অভিযোগ পাকিস্তান সরকারের।

তবে বিষয়টি নাকচ করে ইমরান খান বলেন, “দেশের ইতিহাসে এমন ‘জন প্রতিক্রিয়া’ আগে কখনও দেখা যায়নি। আমরা কাউকে বিক্ষোভ করতে বলিনি। বেদনা ও ক্ষোভ থেকে তারা নিজেরাই বিক্ষোভ করেছেন।”

এ সময় পিটিআই নেতা  বলেন, “আমি চ্যালেঞ্জ দিতে পারি যে বর্তমান শাসকরা প্রকাশ্যে কোথাও মুখ দেখানোর সক্ষমতা রাখেন না।”

ইমরান খান আরও বলেন, “যখন ওই ঘটনা ঘটে তখন সারাবিশ্বের সব পিটিআই কর্মী ‘শবে দুয়া’ নিয়ে ব্যস্ত ছিলেন। মসজিদে নববীতে দুর্বৃত্তদের উসকে দেওয়ার কথা আমি কখনোই চিন্তা করতে পারি না। ইসলামভীতি নিয়ে সারাবিশ্বে যে প্রচারণা আছে তার বিরুদ্ধে আমি সোচ্চার থেকেছি।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে প্রতিনিধিদলসহ সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী শাহবাজ। সফরের প্রথম দিনেই হযরত মুহাম্মদ (স.) এর রওজা মুবারক জিয়ারত করতে মসজিদে নববীতে প্রবেশ করার সময় পাকিস্তানি কিছু বিক্ষোভকারী তাদের বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা কারো কারো চুল ধরে টানতে থাকেন। এ সময় ওই দলটি তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও শাহজেইন বুগতিকে লক্ষ্য করেও স্লোগান দেয়।

Link copied!