অক্টোবর ৪, ২০২১, ১২:৪০ পিএম
মহানবী হযরত মুহাম্মদ(স) ও ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কনকারী লার্স এন্ডেল রজার ভিকস লানাত নামে সুইডেনের সেই চিত্রশিল্পী ও মানবাধিকারকর্মী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সুইডেনের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে করে সফর করার সময় দেশটির দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে লার্স ও তার সাঙ্গে থাকা দুই পুলিশ কর্মকর্তা মারা যান।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ই জুন লারস ভিকস একটি প্রদর্শনীতে অংশ নিয়ে কলম ও কালিতে আঁকা তিনটি কার্টুন জমা দেন। তার ওই শিল্পকর্মে মহানবী(স.)কে প্রচণ্ডভাবে অবমাননা করা হয়। একারণে সুইডিশ শিল্প গ্যালারী তার আঁকা এসব কার্টুন প্রদর্শন করতে অস্বীকৃতি জানায় নিরাপত্তা ও সহিংশতার আশঙ্কায়। তবে ওই বছরের ১৮ আগস্ট, নেরাইকস আল্লেহান্ডো নামের একটি পত্রিকা ওই চিত্রশিল্পগুলো প্রকাশ করে।
এতে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুরু হয়। ১৫ ই সেপ্টেম্বর ইসলামিক স্টেট অব ইরাক নামে একটি কট্টরপন্থী দল এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ভিকসের মাথার জন্য। আর পত্রিকার সম্পাদক উলফ জোহানসনের মাথার মূল্য ধরা হয় ৫০ হাজার ডলার।