মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৩, ০৭:৩৭ পিএম

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ শতাধিক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পার্বত্য গ্রামে ব্যাপক এক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন একশ জনের বেশি।

বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

তুমুল বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে এই ভূমিধস ঘটে। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মধ্যেই ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজনও তৎপরতায় যোগ দেন।

এনডিআরএফ টিম, পুলিশ এবং মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে। তারা যথা সম্ভব উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া সেখানে স্থানীয় লোকজনও উদ্ধার কাজ করছেন।

পাহড়ের নিচে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, আমাদের প্রধান কাজ হলো ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা।

মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Link copied!