ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৫০ পিএম
তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে। শীতকালীন ঝড়ের প্রভাবে প্রতিনিয়ত ওই অঞ্চলের তাপমাত্রা কমে যাচ্ছে। দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় শনিবার তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তাপমাত্রা দ্রুত নামতে থাকায় ত্বকে ‘ফ্রস্টবাইট’ হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস দিয়েছে রোববার (৫ ফেব্রুয়ারি) ওই অঞ্চলে প্রচণ্ড বেগে তুষারঝড় বয়ে যেতে পারে।
দেশটির আবহাওয়া দফতর জানায়, শৈত্যপ্রবাহের প্রভাবে কয়েকটি অঙ্গরাজ্যের মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অবস্থা সবচেয়ে ভয়াবহ। অঙ্গরাজ্যটির অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে জনজীবন বিপর্যস্ত।
নিউ হ্যাম্পশায়ার বাদেও নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেশিরভাগ ও নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করে ওইসব অঞ্চলের দেড় কোটি মানুষকে সাবধানতা অবলম্বন করতে বলেছে মার্কিন আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে তীব্র ঠান্ডার কারণে বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরটির বাসিন্দাদের সুস্থতার জন্য বেশকিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র। একই সঙ্গে, তাদের সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।