মাঝ রাতে কেন আদালত বসানো হলো, প্রশ্ন ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ০৮:৪৪ পিএম

মাঝ রাতে কেন আদালত বসানো হলো, প্রশ্ন ইমরানের

পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধী দলের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান ক্ষমতা থেকে সরে যাওয়ার পর গতকাল বুধবার প্রথমবারের মতো জনসভায় ভাষণ দিয়েছেন।

পেশোয়ারে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা বলেন, “আমি বিচার ব্যবস্থাকে বলতে চাই, আপনি কেন মাঝরাতে আদালত খুললেন, আমাকে এ জাতি ৪৫ বছর ধরে চেনে। আমি কখনও আইন ভেঙেছি? আমি যখন ক্রিকেট খেলেছি, আমার বিরুদ্ধে কেউ ম্যাচ পাতানোর অভিযোগ আনতে পেরেছে?”

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার ২৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারেও বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমি কখনোই জনগণকে উসকে দেইনি। আমি আপনার কাছে জানতে চাই, কোনটা আসলে অপরাধ? আসলে আমি কী এমন ঘটিয়েছি যে আপনাকে মাঝরাতে আদালত খুলতে হলো?”

ক্রিকেটে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অধিনায়ক আরও বলেন, “আমি আপনাদের স্বাধীনতার দাবি তুলে জেলে গেছি। আমি স্বপ্ন দেখি, একদিন বিচারবিভাগ নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়াবে, ক্ষমতাশালীদের পাশে নয়।”

ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে, যখন কোনো অত্যন্ত জরুরি বিষয় থাকে, তখন তারা নির্ধারিত সময়ের পরেও কোর্ট খোলা রাখেন। হাইকোর্ট সেদিন খোলা রাখা হয়েছিল একটি আবেদনের পরিপ্রেক্ষিতে।

সেনাপ্রধান জেনারেল বাজওয়ার বিরুদ্ধে ইমরান খান সরকার যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, সেই বিষয়ে আবেদন জমা পড়েছিল। তবে ইমরান সরকার জানিয়েছিল, তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দিনগত রাতে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। সেই ১৩ ঘণ্টার ম্যারাথন পার্লামেন্ট অধিবেশনেও চলেছে নানা নাটকীয়তা, শেষ মুহূর্তে আদালতের বেধে দেওয়া সময়ে বাধ্য হয়ে অনাস্থা ভোট নেওয়া হয়েছে। আর এ আদেশ দেওয়ার সময় শিডিউল ছাড়াই রাতে খোলা হয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট।

সূত্র: ডন

Link copied!