মাটি ধসে কলম্বিয়ায় ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৩, ০৫:৪৪ পিএম

মাটি ধসে কলম্বিয়ায় ১৫ জনের প্রাণহানি

সংগৃহীত ছবি

প্রবল বৃষ্টিতে মাটি ধসে মধ্য কলম্বিয়ায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। আটকে আছেন আরও কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছেন দমকলকর্মীরা। এদিকে ধসের কারণে রাজধানী বোগোটার সাথে দেশের পূর্বাঞ্চলকে সংযুক্ত করা একটি মহাসড়ক অচল হয়ে গিয়েছে।

মঙ্গলবার দেশটিতে এ ঘটনা ঘটে। 

১৫ জনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দমকলকর্মী ক্যাপ্টেন আলভারো ফারফান। আহতাবস্থায় আরও ছয়জনকে উদ্ধার করা হয়।

মাটি ধসের কারণে বোগোটা থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত কেতামে শহরের বেশ কয়েকটি বাসা ভেঙে যায়। বোগোটা-ভিয়াভিসেনসিও হাইওয়ের একটি সেতু ও একটি টোল বুথ ভেঙে যায়। এছাড়াও পাহাড়ের কাছে বা নদীর ধারে থাকা বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকার্যে সাহায্যের জন্য কলম্বিয়ার সামরিক বাহিনীর ৮০ জন সেনাকে মোতায়েন করা হয়েছে।

কলম্বিয়ায় এমন দুর্যোগ নতুন নয়। কলম্বিয়ার বর্ষাকালে এমন ঘটনা প্রতিবছরই ঘটে। গত বছর মৌসুমী বৃষ্টিতে প্রায়  ৩০০ জন প্রাণ হারান।

টুইটারে নিজ একাউন্টে শোকজ্ঞাপন করে  টুইট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি লেখেন, এই ঘটনা ‍‍`প্রমাণ করে যে স্থানীয় কর্তৃপক্ষের পরিকল্পনা করার ক্ষেত্রে আরও সচেতন‍‍` থাকা উচিত।

মাটি ধসের কারণে পূর্ব কলম্বিয়া ও বোগোটার মাঝে পণ্য পরিবহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Link copied!