মারিউপোলের আজাভস্টালে ১ হাজার ইউক্রেনিয়ান সৈন্যর আত্মসমর্পন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২২, ০৯:৩১ পিএম

মারিউপোলের আজাভস্টালে ১ হাজার ইউক্রেনিয়ান সৈন্যর আত্মসমর্পন

অবশেষে ইউক্রেনের মারিউপোলের আজাবস্টাল ঘাটি থেকে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে ১ হাজারের মতো ইউক্রেনিয়ান সৈন্য। আত্মসমর্পন করার পর ইউক্রেনের ওই সৈন্যদের রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের কি অবস্থা হয়েছে তার কোন বিস্তারিত জানা যায়নি বলে খবর দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-বিবিসি।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত ৯৫৯ জন ইউক্রেনের সৈন্যকে রুশ নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আত্মসমর্পনের মধ্যে দিয়ে মারিউপোলে চলা প্রায় ৩ মাসের যুদ্ধের অবসান হতে যাচ্ছে।

এ ঘটনার পর ইউক্রেন বন্দি বিনিময়ের আহবান জানিয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, আজাভস্টাল থেকে বন্দি হওয়া ইউক্রেনিয়ান সৈন্যদের মুক্তি দেওয়া হলে কিয়েভের কাছে বন্দি রুশ সৈন্যদেরও মুক্তি দেওয়া হবে। তবে রাশিয়া ওই সৈন্যদের বিচারের  মুখোমুখি করতে চাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী বন্দি হওয়া ইউক্রেনিয়ান সৈন্যদের সাথে আচরণ করা হবে, তবে মস্কোর কারাগারে থাকলে সৈন্যদের কি অবস্থা হবে তা নিয়ে সঙ্কার কথা জানিয়েছেন পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আত্মসমর্পনের আহবান জানিয়ে আসছে রাশিয়া। তবে জেলেনস্কি বলেছেন, তিনি যুদ্ধ চালিয়ে যাবেন।   

 

Link copied!