মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, দূতাবাসের ২ কর্মীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৩, ০৩:১৭ পিএম

মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, দূতাবাসের ২ কর্মীসহ নিহত ৪

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীবহনকারী গাড়িবহরে বন্দুক হামলার ঘটনায় দূতাবাসের দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন। নিহত অপর দুইজন পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে। এছাড়া, হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তা ও একজন গাড়িচালককে  অপহরণ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে এই হামলা ও অপহরণেল ঘটনা ঘটে। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীরা গুলি  চালালে দুই পুলিশ ও দূতাবোসের দুই কর্মী মারা যান। এসময় বন্দুকধারীরা পুলিশের দুই কর্মকর্তা ও গাড়িচালককে অপহরণ  করে নিয়ে যায়।

আনামব্রা প্রাদেশিক পুলিশের মুখপাত্র ইকেঙ্গা তোচুকউ‘র বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বন্দুকধারীরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।’অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যে এলাকায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে সেটি মূলত  বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত।  দূতাবাসের গাড়িবহরটি ‘ওই এলাকায় পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে যায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

এদিকে, এই বন্দুক হামলায় কোনো মার্কিনী নিহত হননি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করে বলেন,  গাড়িতে কোনও মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনও মার্কিন নাগরিক আহত হয়নি।’ গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলে জানান তিনি।

Link copied!