নভেম্বর ১৮, ২০২২, ১১:৩৯ এএম
মার্কিন প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে আবেগঘন এক বক্তব্যে পেলোসি বলেছেন, জানুয়ারিতে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।
তিনি বলেন, নতুন নেতৃত্বের হাতে ডেমোক্র্যাটদের দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি। তবে, কংগ্রেসের নিম্নকক্ষে ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ন্যান্সি পেলোসি। ১৯৮৭ সাল থেকে এই আসনে রয়েছেন তিনি; যেটির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।
প্রেসিডেন্ট জো বাইডেন এ দিন সকালে পেলোসির সাথে কথা বলেছেন এবং হাউসের স্পিকার হিসেবে দুর্দান্তভাবে তার দায়িত্ব পালনের জন্য পেলোসিকে অভিনন্দন জানিয়েছেন।
কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাত্কারে পেলোসি বলেন, তিনি তার উত্তরাধিকারী হওয়ার দৌঁড়ে কাউকে সমর্থন করবেন না।
তিনি বলেন, তার স্বামীর ওপর হামলা ‘তাকে নেতৃত্বে থাকার বিষয়ে ভাবিয়েছে।’ কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এরইমধ্যে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেস স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে অভিনন্দন জানিয়েছেন। জানুয়ারি নাগাদ তিনি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।