মার্কিন প্রেসিডেন্টের পিটসবার্গ পরিদর্শনের আগেই সেতু ধসে আহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২২, ০২:৪৬ পিএম

মার্কিন প্রেসিডেন্টের পিটসবার্গ পরিদর্শনের আগেই সেতু ধসে আহত ১০

কথা ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার পরিদর্শনের সব প্রস্তুতিও সম্পন্ন করে হোয়াইট হাউস প্রশাসন। তবে পরিদর্শনে আসার এক ঘন্টা আগেই সেখানে একটি সেতু ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পেনসিলভানিয়া কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় সেতুতে থাকা কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইস্পাতের স্প্যানের এই সেতুটি ১৯৭০ সালে তৈরি করা হয়েছিল। গাড়ি নিয়ে পিটসবার্গের কেন্দ্রস্থলে যেতে এটি বহুল ব্যবহৃত একটি পথ ছিল। ধসে যাওয়ার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট জো বাইডেন পিটসবার্গ শহর পরিদর্শনে যাওয়ার সময় সেখানে থেমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধসে পড়া সেতু পরিদর্শনের পর পিটসবার্গ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মিফলিনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি জানতাম না, পেনসিলভাইনিয়ার পিটসবার্গে যত সেতু আছে বিশ্বের আর কোনো শহরে এত সেতু নেই। আমরা সারাদেশের দুর্বল হয়ে পড়া সব সেতু মেরামত করতে যাচ্ছি। এটি কোনো রসিকতা নয়।”

পিটসবার্গের অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান ড্যারিল জোনেসের বরাত দিয়ে মার্কিন  সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, সেতু ধসে ব্যাপক গ্যাস লিকেজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশপাশের কয়েকটি বসতবাড়ি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে গ্যাস লিকেজ হওয়ার ঝাঁঝালো গন্ধ আসছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে পিটসবার্গের জননিরাপত্তা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বনের ভেতরে নালার নিচে ভেঙে পড়া সড়কের ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি গাড়ি জড়ো করে রাখা হয়েছে। বাসের মতো দেখতে একটি যান সেতুর একটি প্রান্তে ঝুলে রয়েছে।

Link copied!