যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে জয় পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্রেটরা।
আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সিনেটের ১০০ আসনের মধ্যে এখন পর্যন্ত ৫০ আসন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির হাতে। বিরোধী রিপাবলিকান পার্টির হাতে আছে ৪৯ আসন।
বিবিসি বলছে, ডেমোক্র্যাটিক পার্টি নেভাদায় একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে জেতার পর মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ এখন এই দলটির হাতেই বজায় থাকবে। মূলত নেভাদায় ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্টো জয় পেয়েছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্টকে পরাজিত করেন।
সিনেটে ডেমোক্র্যাটদের বিজয়কে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমকে বলেছেন, 'ভালো লাগছে। আশা করছি, পরবর্তী ২ বছর ভালোভাবে কাটবে।'
সিএনএনের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা পেয়েছেন ২০৪ আসন এবং রিপাবলিকানরা পেয়েছেন ২১১ আসন।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যেকোনো দলকে অন্তত ২১৮ আসন পেতে হবে।