মালয়েশিয়া ভ্রমণে ফের বিধিনিষেধে যা থাকছে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০৭:৫৯ পিএম

মালয়েশিয়া ভ্রমণে ফের বিধিনিষেধে যা থাকছে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের মালয়েশিয়া ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সিভিল এভিয়েশন। আসছে ১ এপ্রিল থেকে নতুন এই ভ্রমণ বিধিনিষেধ কার্যকর হবে।

রবিবার সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) মালয়েশিয়া সিভিলেএভিয়েশনের আদেশের একটি কপি পাঠানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া হলে সেক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পাশাপাশি থাকতে হবে ৪ দিনের কোয়ারেন্টিনে। তবে পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে সেক্ষেত্রে যাত্রার দুদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। মালয়েশিয়ায় পৌঁছে ভ্রমণকারী তার নিজ খরচে অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ২০২০ সালের মার্চ থেকে বিদেশিদের প্রবেশে বিধিনিষেধ জারি করে মালয়েশিয়া।

Link copied!