সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৩:৩৯ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে ৫০০ ডলার জরিমানা করেছে দেশটির পুলিশ।দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে বলেন, দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জনসম্মুখে মাস্ক না পরায় টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
এনএসডব্লিউ রাজ্য পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়,গত ৮ সেপ্টেম্বর সিডনির এক সমুদ্র সৈকতে টনি অ্যাবটের মাস্কবিহীন অবস্থায় তার একটি ছবি তুলে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।
তবে টনি অ্যাবট বলেন, আমি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সমুদ্র সৈকতে শরীরচর্চা করছিলাম। ওই সময় ছবিটি তোলা হয়। আমি তখন কফি খাচ্ছিলাম। তাই মুখে মাস্ক পরার দরকার ছিল না।’ তবে পুলিশের এই জরিমানার বিরেুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করবেন না বলেও তিনি জানান।
কঠোর স্বাস্থ্যবিধির মধ্যেও অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। এ নিয়ে দেশটিতে মোট ৭৫ হাজার ৩৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে অস্ট্রেলিয়ায় করোনায় মোট ১ হাজার ৯৮ জন মারা গেছেন। দেশটিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্যে।