মিয়ানমার: বিক্ষোভে হামলায় যুক্তরাষ্ট্র ও জাপানের উদ্বেগ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ১১:২১ এএম

মিয়ানমার: বিক্ষোভে হামলায় যুক্তরাষ্ট্র ও জাপানের উদ্বেগ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে সেনাদের হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মিতেগি টেলিফোনে আলাপের সময়  মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা জনগনের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সাথে তারা অং সান সু চি'সহ অন্যান্য রাজবন্দীদের মুক্তি দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার আহ্বান জানান। 

বুধবার জান্তাবিরোধী হামলার প্রতিবাদে মিয়ানমারে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে। সরকারি চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। এদিকে কায়াহ রাজ্যে পুলিশের ২০ সদস্যের একটি দল এ বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন। 

 

Link copied!