মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী চোল সিনের স্মরণে, বৃহস্পতিবার মান্ডালে শহরে শত শত মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। ১৯ বছর বয়সী সিন ‘অ্যাঞ্জেল’ নামেই বেশি সমাদৃত । গত বুধবার মান্ডেলে শহরে বিক্ষোভকারীদের উপর পুলিশের করা গুলি মাথায় লেগে মৃত্যু সিনের।
তবে সবকিছু ছাপিয়ে সামাজিক মাধ্যম গুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আন্দোলনরত অবস্থায় সিনের গায়ে জড়ানো একটি ‘টি শার্ট’। টি শার্টটিতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘এভরিথিং উইল বি ওকে’ অর্থাৎ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই একটি বাক্য ভাবিয়েছে বিশ্বের নানা প্রান্তের নেটিজেনদের, চলছে লেখালিখি, প্রতিবাদের সুর গোটা মিয়ানমার জুড়ে।
আশ্চর্যজনক ব্যাপার হলো, আন্দোলনে আসার আগেই নিজের মৃত্যু সম্পর্কে ইংগিত করে গিয়েছিলেন এই তরুণী। মৃত্যুর কয়েক ঘন্টা আগে দেয়া পোস্টে তার রক্তের গ্রুপ, একটি মোবাইল নম্বরসহ মৃত্যুর পর নিজের দেহ দানের জন্য অনুরোধ করে গেছেন নিজের সতীর্থদের।
বৃহস্পতিবার মান্ডেলে শহরের রাস্তায় সিনের স্মরণে তার কফিন, প্রতিবাদী গান গেয়ে এবং তিন আঙুল উঁচিয়ে প্রতিবাদ জানায় তার আন্দোলনকারীরা।
জাতিসংঘের মানবাধিকারের তথ্যমতে, জান্তা সরকারের পতনের প্রতিবাদে সেনা এবং পুলিশের হাতে এখন পর্যন্ত অন্তত ৫৪ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, যদিও অন্যান্য মহল থেকে পাওয়া খবরে এই সংখ্যাটি অনেক বেশি । ১লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর গত বুধবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন, সারা দেশে এই দিনে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে মিয়ানমারের স্থানীয় খবরের বরাতে জানা যায়।
সূত্র: বিবিসি,রয়টার্স।