মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে আবারও গুলি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩, ২০২১, ১২:৪১ এএম

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে আবারও গুলি

মিয়ানমারে অভ্যুত্থানের পর চার সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। গত রবিবার দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে গুলি ও সহিংসতায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হন আরও শতাধিক আন্দোলকারী।

ওইদিনের রক্তাক্ত ও প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের মধ্যে আবারও বিক্ষোভ দমনে একই ধরনের স্বৈরাচারী আচরণ করলেন জান্তা সরকার। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) দুপুরে উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কালেতে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় মিয়ানমার পুলিশ। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে পুলিশ দাবি করেছে, আন্দোলনকারীদের সহিংস আচরণের কারণে তারা গুলি চালাতে বাধ্য হয়েছেন। প্রতিবাদকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারার পর পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এসময় ঘটনাস্থলেই চারজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশের রবার বুলেটে আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনেও বিভিন্ন জায়গায় প্রতিবাদকারীদের পৃথক পৃথক বিক্ষোভ করতে দেখা যায়। সেসময় প্রতিক্ষার জন্য তারা মাথায় শক্ত টুপি ও হাতে নিজেদের বানানো ঢাল ব্যবহার করেন। “আমাদের নির্যাতন করা হলে বিস্ফোরণ ঘটবে। এ সময় ‘আমাদের আঘাত করা হলে পাল্টা আঘাত করা হবে’ বলে স্লোগান দেয় তারা।

এদিন নগরীর চারটি পৃথক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ছোড়ে। তবে সেখানে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Link copied!