মিয়ানমারে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে এই অভিযান চলে।
সামরিক শাসনের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটি। জান্তা বিরোধী বিক্ষোভের বিশতম দিনে বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছিল বিক্ষোভকারীরা। তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিতে গেলে আগে থেকে সেখানে উপস্থিত জান্তার প্রায় এক হাজার সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীদের মারধরে পাশাপাশি তারা গণমাধ্যমকর্মীদেরও হুমকি দেয়।
কেউ কেউ ছুরি নিয়ে হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অনেককে পাথরও ছুঁড়তে দেখা যায়। ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে। আরেকটি ঘটনায় শহরের তামউইতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, তারা বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকেও তারা রাস্তায় পুলিশের উপস্থিতির কথা জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি খুব ভয় পেয়েছি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে অপসারণ করে মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অং সান সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদেরও আটক করে প্রভাবশালী সেনাবাহিনী।