জুন ৭, ২০২৩, ১২:২০ পিএম
কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের(পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। মঙ্গলবার মুক্তি পেয়েই তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার(৬ জুন) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান শাহ মাহমুদ কুরেশি। আদালতের নির্দেশে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছে বলে কারা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ৯ মে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার হলে তার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। আর এই সহিংসতা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খানের খুবই ঘনিষ্ট ও দলের ভাইস চেয়ারম্যান কুরেশি।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়,মঙ্গলবার(৬ জুন) মুক্তি পাওয়ার পরই আদিয়ালা কারাগারের বাইরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় এক প্রশ্নের জবাবে পাকিস্তানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি পিটিআই কর্মীদের বলতে চাই, `ন্যায়বিচারের পতাকা` আমার হাতে রয়েছে এবং আমি এখনো এই আন্দোলনের অংশ।” এসময় দলেীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আশা হারাবেন না, ‘ন্যায়বিচারের সূর্য’ আবার উঠবে।”
শাহ মাহমুদ কুরেশি বুধবার (৭ জুন) পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সাথে তার লাহোরে জামান পার্কের বাসভবনে গিয়ে দেখা করবেন। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।