মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিতের পথে আরো একধাপ এগিয়ে মমতা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ০৬:১৬ পিএম

মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিতের পথে আরো একধাপ এগিয়ে মমতা

পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গণনা শেষে ১২৪৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর ফলে মুখ্যমন্ত্রীত্ব নিশ্চিত হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। রবিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়।

এদিকে, চতুর্থ রাউন্ডে মমতা পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৯৬২। এপ্রসঙ্গে তৃণমূল নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।

এর গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভবানীপুর আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০১৬ সালে এই আসনে মমতা জিতেছিলেন ২৫ হাজার ৩৪১ ভোটের ব্যবধানে। আর ২০১১ সালে ভবানীপুরে মমতা জয় পান ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে।

ভবানীপুরে হেরে গেলে মমতাকে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। তবে সেই চিন্তা মাথায় রাখছে না তৃণমূল। ভবানীপুর উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দলটি।

Link copied!