যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩, ২০২২, ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্রে গির্জার বাইরে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইওয়া গির্জার বাইরে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার আইওয়া এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। স্টোরি কাউন্টির শেরিফের ক্যাপ্টেন নিকোলাস লেনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের পরপরই এই ঘটনা ঘটল।

একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠানে গুলিতে দুইজন আহত হন।

হামলাকারীদের ইতিহাস খতিয়ে দেখার পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণের পদক্ষেপ জোরদার করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

গত কয়েক সপ্তাহে বন্দুক হামলার বেশ কয়েকটি ঘটনা কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ১৪ মে নিউ ইয়র্কের বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার একটি সুপারমার্কেটে শ্বেতাঙ্গ এক অস্ত্রধারীর গুলিতে ১০ জনের প্রাণ যায়।

Link copied!