যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর বন্দুক হামলায় নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৮:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর বন্দুক হামলায় নিহত ৪

আবারও বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। এবার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছেন দুই নারীসহ অন্তত ৪ জন। এছাড়াও, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন।

স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের লেকউড এলাকায় এই ঘটনা ঘটেছে।

তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রত্যেক্ষদর্শী একজন বলেন, আমরা একটি দোকানের ভেতর ছিলাম। হঠাৎ গুলির শব্দ পেয়ে ভয় পেয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাইরে একটি মরদেহ পড়ে থাকতে দেখি। আমরা সত্যিই অনেক ভয় পেয়েছিলাম।

এর কিছুক্ষণ পরই শহরের আরও অন্তত তিনটি এলাকায় পথচারীদের ওপর অতর্কিত গুলি চালান ওই বন্দুকধারী। এতে মারা যায় আরও অন্তত দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

এসময়, হামলাকারী দ্রুত পালানোর চেষ্টা করলে এক সময় দুইপক্ষের গোলাগুলিতে নিহত হন বন্দুকধারী। অন্যদিকে, গুলিবিদ্ধ হয়ে আহত হন এক পুলিশ কর্মকর্তা।

Link copied!