যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারও বন্দুক হামলা হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। রবিবার ভোরে যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গ শহরে একটি বাড়ির পার্টিতে বন্দুক হামলায় এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদন প্রকাশ করেছে।
হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, নিহতদের দুজনের বয়সই ১৮ বছরের নিচে। বাড়ির ভেতর ও বাইরে থেকে লাগাতার গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে গত শনিবার দেশটির সাউথ ক্যারোলাইনায় একটি শপিংমলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪ জন আহত হন।