যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১৩ জন হতাহত, হামলাকারীর আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১৩ জন হতাহত, হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস শহরের একটি সুপারমার্কেটে হওয়া গোলাগুলিতে ১ জন প্রাণ হারিয়েছেন। এ হামলায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছে। পরে হামলাকারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবারের (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কোল্লিয়ার-ভিলে এলাকায় হয় ঘটনাটি।

পুলিশ জানায়, কোলিয়ারভিল উপশহরে ক্রোগার গ্রোসারি স্টোরে অস্ত্রধারী হঠাৎ করেই হামলা চালায়। তার ছোড়া এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন হতাহত হন। এসময় ওই গ্রোসারি স্টোরসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গোলাগুলির খবর শুনেই ছুটে যান তারা। সেখানে পৌঁছে আতঙ্কিত মানুষদের ফ্রিজ এবং লকার থেকে উদ্ধার করেন।

তবে, পুলিশ হামলাকারীকে আটকের আগেই তিনি আত্মহত্যা করেন।

পুলিশের বিবৃতি অনুসারে, গ্রোসারি শপে চালানো হামলায় একজনই জড়িত ছিলেন। মার্কেটের বাইরে একটি গাড়ি পার্কিংয়ে তার মরদেহ পাওয়া যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও, কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাথমিক তদন্তে, হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

Link copied!