যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হতে পারে - পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২২, ১২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হতে পারে - পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি আলোচনার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে চলমান সংকট নিয়ে ইউক্রেন ও পশ্চিমাদের সাথে চলা উত্তেজনার মধ্যে এ আলোচনার ইঙ্গিত দিলেন পুতিন। ফ্রান্সের মধ্যস্থতায় এ আলোচনার প্রস্তুতি চলছে। 

সংকট ক্রমেই বাড়তে থাকায় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা করে ফ্রান্স। আলোচনার টেবিলে রাজি করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘন্টা ধরে ফোনে কথা বলেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাকরন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ম্যাকরনের কথা হয়েছে মাত্র ১৫ মিনিট।

তবে আলোচনার শুরুর আগেই, যুক্তরাষ্ট্র শর্তজড়ে দিয়েছে; ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে না, এমন কোন প্রতিশ্রুতি পেলেই কেবল আলোচনা হতে পারে। কূটনৈতিক পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হলে, নিরাপত্তা ইস্যুতে ইউরোপজুড়ে চলা কয়েক দশকের সংকট সমাধান হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূলত দুই পরাশক্তির ক্ষমতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ইউক্রেন ইস্যুতে থেকেথেকেই উত্তেজনা ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র পশ্চিমাদের আধিপত্য থাকা ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার ইচ্ছার মধ্যে দিয়ে মূলত ইউরোপে মার্কিনী আধিপত্য বিস্তারে প্রচেষ্টা চালাচ্ছে। তবে রাশিয়া চায় প্রতিবেশী ইউক্রেনের উপর রুশ আধিপত্য ধরে রাখতে। এজন্য কিয়েভের ন্যাটোভুক্ত হওয়ার ইচ্ছার বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা অনেক আগে জানিয়ে রেখেছে মস্কো। সম্প্রতি ইউক্রেন ন্যাটোর সদস্য হতে তৎপর হলেই দেশটির সীমান্তের কাছে প্রায় ২ লাখ সৈন্য জড়ো করেছে রাশিয়া। পরে লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত জানান, রুশ হামলার হুমকির মুখে নিজেদের নিরাপত্তার স্বার্থেই ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার ইচ্ছা ছেড়ে দিয়েছে। তবে এর কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ব্রিটিশ দূতাবাসের ওই কর্মকর্তার বক্তব্যকে নাকচ করে দিয়ে বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য ধরে রাখতে ন্যাটোর সদস্য হওয়ার বিকল্প নেই দেশটির সামনে। ২০১৪ সালে হামলা চালিয়ে ইউক্রেন থেকে ক্রিমিয়া আলাদা করে নিজেদের দখলে নেয় রাশিয়া। এরপর ইউক্রেনের আরও কয়েকটি এলাকায় রুশপন্থীদের সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইউক্রেন থেকে দলে দলে রুশপন্থী  ইউক্রেনিয়ানরা পাড়ি জমাচ্ছেন রাশিয়ায়। এদের অনেকেই চান রাশিয়ার সঙ্গে থাকতে। 

রাশিয়ার তাগারনোগ এলাকায় ইউক্রেন থেকে আসা আশ্রয়প্রার্থীদের জন্য ক্যাম্প খুলেছেন পুতিন

ইউক্রেনের মধ্যে রাশিয়ান ভাষায় কথা বলেন এমন রুশপন্থীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন সেক্রেটারী অব স্টেট এ্যানটনি ব্লিনকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভের সঙ্গে বৃহস্পতিবারে আলোচনার পর সম্ভাব্য রুশ-মার্কিন বৈঠকের সময়সূচিসহ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফ্রান্স। 

এ সংক্রান্ত আরও খবর-

রাশিয়ার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা

পুতিনকে কূটনৈতিক পথে যেতে বললেন বাইডেন

Link copied!