যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ০৬:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ জনের

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ৯টার দিকে এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়। তবে কেন হামলা চালান ওই তরুণ তা এখনও স্পষ্ট জানা যায়নি।

ঘটনার সময় স্কুলের দরজা তালাবদ্ধ ছিল। এমন অবস্থায় সন্দেহভাজন হামলাকারী কীভাবে সেখানে ঢুকে পড়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন ব্যক্তিরা জানিয়েছেন, হামলার একপর্যায়ে বন্দুকধারীর অস্ত্রটি জ্যাম বা আটকে যায়। ফলে প্রাণে বেঁচে যায় অনেকে। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারতো।

হামলাকারী ছাড়া নিহত দুই জনের একজন কিশোরী এবং একজন নারী। আহত সাত জনের মধ্যে তিন জন মেয়ে এবং চার জন ছেলে।

Link copied!