যুদ্ধ এবার রাশিয়ার দিকে ফেরত যাচ্ছে, হুঁশিয়ারি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩১, ২০২৩, ০৭:২৪ পিএম

যুদ্ধ এবার রাশিয়ার দিকে ফেরত যাচ্ছে, হুঁশিয়ারি ইউক্রেনের

সংগৃহীত ছবি

মস্কোতে ড্রোন হামলা চালানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার যুদ্ধ এখন তাদের দিকে ফেরত যাচ্ছে।”  চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সীমানার ভেতরে হামলা হওয়াকে ‘স্বাভাবিক, অবশ্যাম্ভাবী ও সম্পূর্ণ ন্যায্য’বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, তথাকথিত সেনা অভিযানের আজ (৩০ জুলাই) ৫২২তম দিন। রুশ নেতারা ভেবেছিলেন এই অভিযান দুই সপ্তাহের বেশি চলবে না। তবে ইউক্রেনের সেনাদের বীরত্বে ধীরে ধীরে এই যুদ্ধ রাশিয়ার মাটিতে ফিরে যাচ্ছে। আর  এটিই ‘স্বাভাবিক, অবশ্যাম্ভাবী ও সম্পূর্ণ ন্যায্য’।”

প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল রবিবার ভোরে মস্কোতে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর ভনুকোভো বিমানবন্দরও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারের মধ্যে মস্কো শহরের অবস্থান। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর মস্কোতে হামলার ঘটনা তেমন না ঘটলেও গত কয়েক মাসে রাশিয়ার ভেতরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ওইসব হামলার দায় ইউক্রেন স্বীকার করেনি। কিয়েভ বরাবরই বলেছে, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র তাদের নেই।

তবে রবিবারের ঘটনায় আর নিরব থাকেনি জেলেনস্কি প্রশাসন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন,“ইউক্রেনের সেনাবাহিনী শক্তিশালী হচ্ছে। এবার রাশিয়ার যুদ্ধ এখন তাদের দিকে ফেরত যাচ্ছে।” একথা দ্বারা তিনি মস্কোর হামলার দায় পরোক্ষভাবে স্বীকার করে নিলেন।

Link copied!