ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে অস্ত্র মজুত করছে: রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৯:৪৫ এএম

ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে অস্ত্র মজুত করছে: রাশিয়া

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) ইউক্রেনের বিরুদ্ধে দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পশ্চিমাদের সরবরাহকৃত অস্ত্র মজুত করার অভিযোগ এনেছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভলোদিন বলেছেন, এ ধরনের সরবরাহ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

এসভিআর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমে রিভনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন সরবরাহকৃত হিমার্স রকেট লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভূখণ্ডে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে রিভনে পাওয়ার স্টেশনে একটি অস্ত্রের চালান এসেছিল।

ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, কিয়েভকে এভাবে অস্ত্র সরবরাহ করা হলে সেটি মস্কোকে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধের দিকে ধাবিত করবে।

সংঘাতের শুরু থেকেই ইউক্রেনের অনেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সৈন্যদের আক্রমণের ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী বিলুপ্ত চোরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় এবং ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও দখল করে।

Link copied!