যে কারণে দলীয় চেয়ারম্যানের পদ ছাড়ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৩, ১০:১০ পিএম

যে কারণে দলীয় চেয়ারম্যানের পদ ছাড়ছেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদ ছাড়তে যাচ্ছেন ইমরান খান। আইনি জটিলতা এড়াতে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী নিজ দল ‘পিটিআই’ প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে।  

গত বছরের অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তার সদস্যপদ খারিজ করে। রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করার অভিযোগ এনে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) ওই সিদ্ধান্ত নেয়।


নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তার সদস্যপদ খারিজ করার ধারাবাহিকতায় ইসিপি পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু করে। সংবিধানের ৬৩ (১) (পি) অনুচ্ছেদ অনুযায়ী ইমরানকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ইমরানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটি তোশাখানা বিতর্ক হিসেবে পরিচিতি।এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৪ জানুয়ারি আদালতে ইমরান খান পিটিশন দায়ের করলে পরদিন (৫ জানুয়ারি) দলীয় প্রধানের পদ থেকে সরানোর আদেশ স্থগিত করেন লাহোর হাইকোর্ট।

 

এদিকে, পিটিআইয়ের প্রধান পৃষ্ঠপোষক পদে ইমরান খানকে নিযুক্ত করার বিষয়টি দল থেকে বিবেচনা করা হচ্ছে বলে রবিবার পিটিআইয়ের এক বিবৃতিতে বলা হয়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আইনি জটিলতা এড়াতে দলীয় প্রধানের পদ ছেড়ে ইমরান খানকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিযুক্ত করার বিষয়ে শুক্রবার পিটিআইয়ের সভায় আলোচনা হয়েছে।

Link copied!