যে কোনো মূহুর্তে মারিউপোলের পতন!

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ১২:১৯ এএম

যে কোনো মূহুর্তে মারিউপোলের পতন!

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোল দখল করার দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের সেনারা ধীরে ধীরে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছে। এ পর্যন্ত এক হাজার ২৬ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি মস্কোর।

কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, ইউক্রেন হামলা শুরুর পর রাশিয়া যে শহরটিতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সেটি হলো মারিউপোল। টানা ৫০ দিন ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণসহ যা করা সম্ভব তার সবই করেছে রুশ বাহিনী। 

ইউক্রেনে হামলা শুরু করার পর রুশ বাহিনী গত ২ মার্চ মারিউপোলের দিকে অগ্রসর হয়। ১৭ মার্চ তারা শহরটি ঘিরে ফেলে এবং বোমা বর্ষণ শুরু করে। ২৪ মার্চ রুশ বাহিনী শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে। ১১ এপ্রিল তারা দাবি করে, শহরের অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মারিউপোলের দখল নিতে পারলে রাশিয়া থেকে লুহানেস্ক ও দোনেস্ক হয়ে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগের পথ স্থাপন করতে পারবে। এটি রাশিয়ার জন্য অনেক বড় একটি বিজয় হিসেবে বিবেচিত হবে। 

এদিকে, রাশিয়া যদি ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে তাহলে আজভ সাগরের নিয়ন্ত্রণও রাশিয়ার অধীনে চলে আসবে। অন্যদিকে, আজভ সাগরের নিয়ন্ত্রণ নিতে পারলে ইউক্রেনকে সমূদ্র থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে রাশিয়া।

এছাড়া, বাণিজি্যক কারণেও মারিউপোল অনেক গুরুত্বপূর্ণ। এ শহরে ৫০টিরও বেশি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এগুলোতে স্টিল উৎপাদন করা হয়। 

Link copied!