ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৬:৩৬ পিএম
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে 'হত্যার ষড়যন্ত্রের' অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।
দেশটির গণমাধ্যম জিওটিভিরেএক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেখ রশিদ আহমেদকে বৃহস্পতিবার ভোরে মুরি মোটরওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
তবে আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদের ভাগ্নে শেখ রশিদ শফিক পুলিশের ওই বক্তব্য অস্বীকার করে বলেছেন্, কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডিতে তার বাড়ি থেকে আটক করেছে, মোটরওয়া থেকে নয়।
রাওয়ালপিন্ডি শাখা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি রাজা ইনায়াত রেহমান ইসলামাবাদের একটি থানায় শেখ রশিদের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে 'হত্যার ষড়যন্ত্রের' অভিযোগে মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পরই শেখ রশিদ আহমেদকে হেফাজতে নেওয়া হয়। পরে গ্রেপ্তার দেখানো হয়। তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।