রমজানে ৫০ দেশের মানুষকে খাবার দিচ্ছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৪, ২০২২, ০১:৩৬ এএম

রমজানে ৫০ দেশের মানুষকে খাবার দিচ্ছে আমিরাত

পবিত্র রমজান মাসে সারা বিশ্বের ৫০টি দেশের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

এ লক্ষ্যে প্রথম রোজার দিন ‘ওয়ান বিলিয়ন মিল’ নামে একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।স্থানীয় সময় শনিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ওই প্রকল্পের উদ্বোধন করেন। খবর খালিজ টাইমস।

দুবাইয়ের শাসক এক টুইটবার্তায় বলেন, “আমরা আজ ওয়ান বিলিয়ন মিলস ক্যাম্পেইন শুরু করছি। এটি বিশ্বের ৫০টি দেশের ক্ষুধা মোকাবিলায় সবচেয়ে বড় খাদ্য অভিযান। রমজান একটি পবিত্র মাস যেখানে আমরা ৮০০ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সঙ্গে সহানুভূতি এবং সংহতি প্রচার করি।”

ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটাই হবে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ উল্লেখ করে সংযুক্ত আরবে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, “প্রতিদিন বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যান। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই সব মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব।”

Link copied!