মার্চ ২, ২০২৩, ০৪:৫১ পিএম
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কমিউনিস্ট পার্টির নেতা ভো ভ্যান থুং। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল এনে দায়িত্ব দেওয়া হলো এই ৫২ বছর বয়সী নেতাকে।
বৃহস্পতিবার (২ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাঁকে প্রেসিডেন্ট নির্বাচন করেন।
এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন।
দুর্নীতি দূর করতে চলমান অভিযানের কারণে যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে সে সময় দায়িত্ব দেয়া হলো ভো ভ্যান থুংকে। চলমান অভিযানে ইতিমধ্যেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে অপসারণ করা হয়। তিনি তাঁর নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে 'সীমা লঙ্ঘন ও অন্যায়' করেছেন এমন অভিযোগ ওঠে।
সূত্র: আল-জাজিরা।